এক নজরে মে মাসের গুরুত্বপূর্ণ তথ্য

বাংলাদেশ
☼ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭তম জন্মবার্ষিকী পালিত হয় = ৮ মে ২০১৮
☼ ‘রবীন্দ্র পুরস্কার-২০১৮’ পেয়েছেন = গবেষক আবুল মোমেন ও রবীন্দ্র শিল্পী ফাহিম হোসেন চৌধুরী
☼ ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম বৈঠক অনুষ্ঠিত হয় = ঢাকায়, ৫-৬ মে
☼ বর্তমানে ওআইসি’র সদস্য দেশ = ৫৭টি
☼ শহীদ র‌্যাব সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে র‌্যাব সদর দপ্তরে স্থাপিত স্মৃতিস্তম্ভ = প্রেরণা ধারা
☼ ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের আঁকার হবে = ৪ লাখ ৬০ হাজার কোটি টাকা, জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা = ৭.৮% (চলতি অর্থবছরে ৭.৪%), মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা = ৫.৬% (চলতি অর্থবছরে ৫.৫%) এবং মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা = ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা (সূত্রঃ অর্থমন্ত্রী)
☼ দেশে বর্তমানে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা = ১১ লাখ ১৫ হাজার ৪৮৯ জন
☼ ১ লাখ রোহিঙ্গাকে সাময়িক আশ্রয়ের জন্য পাঠানো হবে = নোয়াখালীর ভাসানচরে
☼ রোহিঙ্গাদের জন্য ত্রাণ নিয়ে আসা ভারতীয় জাহাজের নাম = ঐরাবত
☼ ‘বাংলাদেশ ভবন’ নির্মিত হয়েছে = পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে (বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে)
☼ ভবনটি নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছিল = ২০১১ সালে
☼ নির্মান কাজ শুরু হয় = ২০১৬ সালে; উদ্বোধন করা হয় = ২৫ মে ২০১৮
☼ ভবনটি নির্মাণে বাংলাদেশ সরকার ভারত সরকারকে দিয়েছে = ২৫ কোটি রুপি (২ বিঘা জমি)
☼ ভবনে যাঁদের ম্যুরাল রয়েছে = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের
☼ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাসূচক ডি লিট ডিগ্রি প্রদান করেছে = আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়
☼ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আঁকা দুরন্ত বেগে ছুটে চলা এক মুক্তিযোদ্ধার ছবিটির নাম = এগিয়ে চলা
☼ রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেয়েছে = ১৩টি শিল্প প্রতিষ্ঠান
☼ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তী পালিত হয় = ২৫ মে ২০১৮
☼ বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপন করা হয় = ১২ মে ২০১৮
☼ বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইটের অধিকারী = ৫৭তম দেশ
☼ নিমার্তা প্রতিষ্ঠান = থ্যালেস অ্যালেনিয়া স্পেস, ফ্রান্স
☼ যে রকেটে পাঠানো হয় = ফ্যালকন ৯, ব্লক ৫
☼ যে স্থান থেকে পাঠানো হয় = এলসি ৩৯এ, কেনেডি স্পেস সেন্টার, যুক্তরাষ্ট্র
☼ মহাকাশে পাঠায় = মার্কিন মহাকাশ সংস্থা স্পেস-এক্স
☼ স্যাটেলাইটটি নিয়ন্ত্রণ করবে = থ্যালেস অ্যালেনিয়া এবং বিটিআরসি
☼ স্যাটেলাইটটি নিয়ন্ত্রণের জন্য গ্রাউন্ড স্টেশন ২টি = গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়া
☼ স্যাটেলাইট নিয়ন্ত্রনের জন্য গাজীপুরে ২টি অ্যান্টেনা বসানো হয়েছে যার ওজন = ১০ টন
☼ স্যাটেলাইটের ওজন = ৩ হাজার ৫০০ কেজি
☼ মোট খরচ = ২ হাজার ৯৬৭ কোটি টাকা (বাংলাদেশ সরকার দেয় ১,৩১৫ কোটি টাকা, HSBC ব্যাংক ঋণ দেয় ১,৬৫২ কোটি টাকা)
☼ মেয়াদকাল = ১৫ বছর
☼ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ ট্রান্সপন্ডার আছে = ৪০টি; যার ২৬টি কেইউ ব্যান্ড ও ১৪টি সি ব্যান্ডের
☼ ৪০টি ট্রান্সপন্ডারের মধ্যে ভাড়া দেয়া হবে = ২০টি; বাকি ২০টি দেশের জন্য ব্যবহৃত হবে
☼ দেশে বর্তমানে স্যাটেলাইট টেলিভিশন আছে = ৩০টি


আন্তর্জাতিক
☼ বায়ু দূষণে শীর্ষ শহর = দিল্লি; ঢাকার অবস্থান = ৩য়
☼ বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস = ৩মে
☼ মালয়েশিয়ার ১৪তম সাধারণ নির্বাচন হয় = ৯ মে ২০১৮
☼ নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী নির্বাচিত হন = ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ, ৭ম প্রধানমন্ত্রী হিসেবে (ব্যক্তি হিসেবে ৪র্থ)
☼ মাহাথির মোহাম্মদের জোট = পাকাতান হারাপান (যার অর্থঃ আশার জন্য ঐকজোট)
☼ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবের বাসা থেকে উদ্ধার করা হয়েছে = প্রায় ৩ কোটি ডলার
☼ সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে = ১ কোটি ৬০ লাখ ডলার দুর্নীতির অভিযোগ
☼ ওয়ানএমডিবি = মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক রাষ্ট্র পরিচালিত যে তহবিল থেকে টাকা লুট করেন তার নাম
☼ চলতি মাসে দ্বিতীয়বারের মতো বৈঠক করেন = কিম জং উন ও সি চিন পিং
☼ রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো শপথ নিয়েছেন = ভ্লাদিমির পুতিন, ৭ মে ২০১৮
☼ যৌন কেলেঙ্কারি ও তথ্য ফাঁসের কারণে ২০১৮ সালের নোবেল সাহিত্য পুরস্কার স্থগিত করেছে = সুইডিশ একাডেমী
☼ জেরুজালেমে দূতাবাস চালু করছে = যুক্তরাষ্ট্র
☼ ইসরায়েলের তেল আবিব থেকে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তর করা হয় = ১৪ মে ২০১৮
☼ জেরুজালেম ছাড়াও যুক্তরাষ্ট্র আরো যেসব দেশে দূতাবাস চালু করবে = গুয়াতেমালা, প্যারাগুয়ে ও চেকপ্রজাতন্ত্র
☼ ট্রাম্প সর্বশেষ ওবামা আমলের যে চুক্তি বাতিল করেছেন = ইরান চুক্তি
☼ ২০১৫ সালে ইরানের সাথে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বের হয়ে যায় = যুক্তরাষ্ট্র, ৮মে ২০১৮
☼ এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাবার ফলে ইরান এখন আবার = পারমাণিবক অস্ত্র বা বোমা তৈরি করতে পারবে
☼ যুক্তরাষ্ট্র ইরানের সাথে পরমাণু চুক্তি থেকে বের হওয়ার পরপরই যুদ্ধ শুরু হয় = ইসরায়েল ও ইরানের মধ্যে
☼ ইরান ও ইসরায়েলের সেনাদের হামলা শুরু হয় = গোলান মালভূমিতে
☼ চীনের বৃহত্তম ই-কমার্স সাইট = আলিবাবা
☼ সম্প্রতি আলিবাবা ৫০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে কিনে নিয়েছে পাকিস্তানের ই-কমার্স সাইট = দারাজারকে
☼ এশীয় উন্নয়ন ব্যাংকের ( এডিবি) ৫১তম বার্ষিক সম্মেলন হয় = ফিলিপাইনের ম্যানিলায়, ৫ মে ২০১৮
☼ সম্প্রতি ভারত-বাংলাদেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতা চুক্তি হয় = ৪টি; (ভারত ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছে)
☼ পরিবেশ সুরক্ষায় একটি বৈশ্বিক চুক্তি করতে যাচ্ছে = জাতিসংঘ (যার বিরোধিতা করছে যুক্তরাষ্ট্র)
☼ কেমব্রিজ অ্যানালিটিকা = একটি ব্রিটিশ রাজনৈতিক প্রতিষ্ঠান, যা ২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময় ৮ কোটি ৭০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয় (প্রতিষ্ঠানটি সম্প্রতি বন্ধ ঘোষণা করা হয়েছে)
☼ উ. কোরিয়াকে একতরফাভাবে পরমানু নিরস্ত্রীকরণের জন্য যুক্তরাষ্ট্র প্রয়োগ করতে চায় = লিবিয়া মডেল (উ. কোরিয়া মানবে না)
☼ কোরীয় উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে ও উ. কোরিয়ার সাথে আলোচনা চালাচ্ছে = চীন
☼ ট্রাম্প ও কিম জং উনের ঐতিহাসিক বৈঠক তারিখ নির্ধারণ করা হয়েছে = ১২ জুন ২০১৮, সিঙ্গাপুরে (মধ্যস্থতাকারী দ. কোরিয়া)
☼ ১২ জুন ট্রাম্প কিমের অনুষ্ঠেয় বৈঠক বাতিল করেছেন = ডোনাল্ড ট্রাম্প
☼ ১২ জুনের বৈঠক না হওয়ায় পুনরায় পরমাণু শক্তি প্রদর্শন করা শুরু করবে = উ. কোরিয়া
☼ যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ১২ জুনের বৈঠক বাতিল হওয়ার ফলে চরম বিরোধ সম্পর্ক হতে পারে = চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে
☼ তৃতীয়বারের মতো লেবাননের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন = সাদ হারিরি (রাজনৈতিক দলঃ ফিউচার মুভমেন্ট পার্টি)
☼ সম্প্রতি যৌন কেলেঙ্কারির দায়ে আত্মসমর্থন করেন = হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন
☼ হ্যাশট্যাগ মি টু = হলিউডের প্রযোজক হার্ভি ওয়াইনস্টিন-এর যৌন কেলেঙ্কারিতে বিশ্ব ব্যাপী গড়ে ওঠা যৌন নিপীড়নবিরোধী আন্দোলন
☼ চীনের সাথে যুক্তরাষ্ট্রের এখন দুটো বিরোধ চলছে = এক. দক্ষিণ চীন সাগর, দুই. বাণিজ্য যুদ্ধ
☼ ইউরোপের প্রথম শহর হিসেবে ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করছে = হামবুর্গ
☼ রাশিয়া থেকে অস্ত্র কেনা নিয়ে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে = যুক্তরাষ্ট্র
☼ ইউএসএস মিলিয়াস = যুক্তরাষ্ট্রের তৈরী একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ
☼ বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ২০২৫ সাল পর্যন্ত মেয়াদে আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন = ভেনিজুয়েলার নিকোলাস মাদুরো
☼ সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন = এবি ডি ভিলিয়ার্স
☼ আইপিএল-২০১৮ চ্যাম্পিয়ন = চেন্নাই সুপার কিংস

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.