বিসিএস প্রিলি (মানসিক দক্ষতা) – সিলেবাস ও অনুশীলনের লিংক | সামাদ আজাদ

প্রিলির মানসিক দক্ষতার সিলেবাস : 1. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) 2. সমস্যা সমাধান (Problem Solving) 3. বানান ও ভাষা (Spelling and Language) 4. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) 5. স্থানাংক সম্পর্ক (Space Relation) 6. সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) 1. Verbal reasoning মানে হল একটু ভাষাগত প্যাঁচ দিয়ে একটা প্রশ্ন দেয়া। অনেক ধরনের verbal reasoning হয়। নিচের লিংকটা দেখুন। এই লিংকে টপ -৫০০ Verbal Reasoning উপর শ্রেণীবিভাগ আকারে প্রশ্ন সহ উত্তর আছে। ★ অনুশীলনের লিংক (Link) http://tamilcube.com/career/aptitude-test/verbal-reasoning/ 2. Problem solving এ যে কোন বুদ্ধিবৃত্তিক প্রশ্ন দিতে পারে। 3. Spelling and Language মানে বানান কারেকশন, গ্রামাটিক্যাল কারেকশন। 4. Mechanical Reasoning বলতে বোঝায় … Continue reading বিসিএস প্রিলি (মানসিক দক্ষতা) – সিলেবাস ও অনুশীলনের লিংক | সামাদ আজাদ

মানসিক দক্ষতা (Mental Ability) | সামাদ আজাদ

সূত্র ১ : যেকোন বৎসরের ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) সর্বদা একই বার হবে। (Leap year না হলে) example: ২০১৫ সালের ১ জানুয়ারি = বৃহস্পতিবার ছিল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর = বৃহস্পতিবার হবে সূত্র ২: আর Leap year হলে ১ দিন বাড়ে, তাই ১ দিন যোগ দিতে হবে। অর্থাৎ Leap year এর ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) একই বার হবে না, ১ দিন যোগ দিতে হবে। example: ২০১৬ = Leap year ২০১৬ সালের ১ জানুয়ারি = শুক্রবার হবে ২০১৬ সালের ৩১ ডিসেম্বর = শনিবার হবে সূত্র ৩: চলতি বৎসরের কোন তারিখ … Continue reading মানসিক দক্ষতা (Mental Ability) | সামাদ আজাদ

বিসিএস প্রিলি ও লিখিতঃ মানসিক দক্ষতা (১৫ + ৫০ নম্বর) অনুশীলনের লিংকসহ (Link) | সামাদ আজাদ

এই পোস্টটি আপনাকে প্রিলির ১৫ নম্বর ছাড়াও লিখিত পরীক্ষায় (মানসিক দক্ষতা) ৫০ নম্বরের প্রস্তুতি নিতে সহায়তা করবে। বিসিএস লিখিত পরীক্ষায় ৫০ নম্বরের গাণিতিক যুক্তির সাথে ৫০ নম্বরের মানসিক দক্ষতার MCQ পরীক্ষা হয়ে থেকে যা আমরা জানি। তাই বিগত সালের মানসিক দক্ষতার (লিখিত পরীক্ষার) প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নিলে কমন না আসলেও কিছুটা ধারণা বা অনুশীলনটা হয়ে যাবে। আর মানসিক দক্ষতার প্রশ্ন বাংলা ও ইংরেজী যেকোন/উভয় ফরম্যাটেই হতে পারে। প্রিলির মানসিক দক্ষতার সিলেবাসে যা যা উল্লেখ আছে : 1. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) 2. সমস্যা সমাধান (Problem Solving) 3. বানান ও ভাষা (Spelling and Language) 4. যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning) … Continue reading বিসিএস প্রিলি ও লিখিতঃ মানসিক দক্ষতা (১৫ + ৫০ নম্বর) অনুশীলনের লিংকসহ (Link) | সামাদ আজাদ

মানসিক দক্ষতা (ক্যালেন্ডার-এর তারিখ ও বার) | সামাদ আজাদ

প্রিলিতে মানসিক দক্ষতায় ১৫ নম্বর এবং বিসিএস লিখিততে মানসিক দক্ষতায় ৫০ নম্বর! বিসিএস ছাড়াও সরকারি-বেসরকারি, ব্যাংক-বীমা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও মানসিক দক্ষতা হতে প্রশ্ন করা হয়। ক্যালেন্ডার এর তারিখ ও বার নিয়ে প্রায়ই প্রশ্ন আসে! আসুন, মজার এই বিষয়টি জানার চেষ্টা করি। সূত্র ১ : যেকোন বৎসরের ১ম ও শেষ তারিখ (১ম দিন ও শেষ দিন ) সর্বদা একই বার হবে। অর্থাৎ : ২০১৫ সালের ১ জানুয়ারি = মঙ্গলবার ছিল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর = মঙ্গলবার হবে সূত্র ২ : Leap year হলে ক্যালেন্ডারে ১ দিন বাড়ে, তাই ১ দিন যোগ দিতে হবে। অর্থাৎ Leap year এর ১ম ও শেষ তারিখ … Continue reading মানসিক দক্ষতা (ক্যালেন্ডার-এর তারিখ ও বার) | সামাদ আজাদ

মানসিক দক্ষতা

প্রিলিতে মানসিক দক্ষতা ১৫ নম্বর এবং বিসিএস লিখিততে মানসিক দক্ষতায় ৫০ নম্বর। বিসিএস ছাড়াও সরকারি-বেসরকারি, ব্যাংক-বীমা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়ও মানসিক দক্ষতা হতে প্রশ্ন করা হয়। এই বিষয়ে ১ টি টপিকস শেয়ার করলাম। আসুন, মজার এই বিষয়টি জানার চেষ্টা করি। সূত্র … Continue reading মানসিক দক্ষতা