বাংলাদেশের অভ্যুদয় (১৯৪৭-‘৭১)

১। পাকিস্তানের গণ-পরিষদের প্রথম অধিবেশন বসে – ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে। ২। পাকিস্তানের গণ-পরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন- ধীরেন্দ্রনাথ দত্ত। ৩। আওয়ামী লীগের প্রথম সভাপতি ছিলেন- মওলানা আবদুল হামিদ খান ভাসানী। ৪। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন – সৈয়দ শামসুল হক। ৫। যুক্তফ্রন্ট গঠিত হয়- ৪ ডিসেম্বর, ১৯৫৩ সালে। ৬। যুক্তফ্রন্টের নির্বাচন হয় – ১৯৫৪ সালে। ৭। ২১ দফা কর্মসূচি কবে প্রণীত হয়?- ১৯৫৪ সালে। ৮। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়া হয়- ২৩ মার্চ, ১৯৫৬ সালে। ৯। পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি হয়- ৭ অক্টোবর, ১৯৫৮ সালে। ১০। পাকিস্তানের প্রথম সামরিক শাসক- আইয়ুব খান। ১১। অবিভক্ত … Continue reading বাংলাদেশের অভ্যুদয় (১৯৪৭-‘৭১)

বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা

বিসিএসে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। গত ৩৫তম বিসিএস-এ এসেছিল, খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত- পুঞ্জি ক্ষুদ্র জাতিসত্তাঃ ১। দেশের দক্ষিণ-পূর্বাংশে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বাস করে- চাকমা,মারমা, ত্রিপুরা,ম্রো, তঞ্চঙ্গ্যা, বম,পাংখুয়া,চাক, খ্যাং, খুমি ও লুসেই ২। উত্তর- পূর্বাংশে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বাস করে- গারো,হাজং,কোচ এবং বৃহত্তর সিলেট অঞ্চলে খাসিয়া ও মণিপুরি ৩। উত্তর-পূর্বাংশে দিনাজপুর,রংপুর,রাজশাহী, বগুড়া,পাবনা প্রভৃতি অঞ্চলে বাস করে সাঁওতাল, ওরাও,মাহালি, মুন্ডা,মাল পহাড়ি,মালো প্রভৃতি। ৪। চাকমাঃ * মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক * ত্রিপুরা,মিজোরাম ও অরূণাচলে বসবাস রয়েছে * সমাজে মূল অংশ পরিবার, কতকগুলো পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া, কতগুলো পাড়া নিয়ে মৌজা, কতগুলো মৌজা নিয়ে চাকমা সার্কেল। … Continue reading বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা

বাংলাদেশের প্রশাসনিক কাঠামো

১। বাংলাদেশের বিভাগ- ৭টি। ২। বাংলাদেশের সর্বশেষ বিভাগ- রংপুর। ৩। বাংলাদেশের সিটি কর্পোরেশন- ১০টি। ৪। বাংলাদেশে মোট জেলা- ৬৪টি। ৫। সবচেয়ে বেশি জেলা রয়েছে- ঢাকা বিভাগে। ৬। ঢাকা বিভাগে মোট জেলা- ১৭টি। ৭। বাংলাদেশে মোট উপজেলা- ৪৮৯টি। (সর্বশেষ- ওসমানীনগর) ৮। ঢাকা পৌরসভা গঠিত হয়- ১৮৬৪ সালে। ৯। ঢাকা সিটি কর্পোরেশন গঠিত হয়- ১৯৮৯ সালে। ১০। বাংলাদেশে রেলওয়ে থানা- ২১টি। ১১। বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় কার্যালয়- বাংলাদেশ সচিবালয়। ১২। বাংলাদেশে সংসদীয় শাসন ব্যবস্থা- মন্ত্রী পরিষদ শাসিত শাসন ব্যবস্থা প্রচলিত। ১৩। সরকারের প্রধান নির্বাহী প্রধান – প্রধানমন্ত্রী। ১৪। আইনসভার সভাপতিকে বলা হয় – স্পিকার । ১৫। রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান- মুখ্য সচিব। ১৬। মন্ত্রীরা … Continue reading বাংলাদেশের প্রশাসনিক কাঠামো