সম্প্রতি বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসা বাংলা প্রশ্নোত্তর

Janata Bank Executive Officer Engineer 2017
১. প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ কোনটি? উ: বিষন্ন
২. অন্তরঙ্গ-এর বিপরীতার্থক শব্দ কোনটি? উ: বহিরঙ্গ
৩. যিনি বিদ্যা লাভ করিয়াছেন উ: কৃতবিদ্যা
৪. সমুদ্র হতে হিমালয় পর্যন্ত বাক্যাংশের অংশ হিসেবে কোনটি সঠিক? উ: আসমুদ্রহিমাচল
৫. ‘বিড়ালের আড়াই পা’ বাগধারাটির অর্থ কি? উ: বেহায়াপনা
৬. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে? উ: সমস্যমান পদ
৭. ‘সূর্য দীঘল বাড়ী’ কোন ধরনের রচনা? উ: উপন্যাস
৮. কোনটি সঠিক সন্ধি বিচ্ছেদ? উ: সম্+চয়=সঞ্চয়
৯. ‘কোথায় থাকা হয়’ এটি কোন বাচ্যের উদাহরণ? উ: ভাববাচ্য
১০. নিশীথ রাতে বাজছে বাঁশি এখানে নিশীথ কোন পদ? উ: বিশেষণ

Bangladesh Krishi Bank Sr. Officer 2017
১. ‘দিন ও রাত্রির সন্ধিক্ষণ’ – বাক্য সংকোচনে বলা যায়ঃ গোধূলি
২. সঠিক সন্ধি বিচ্ছেদটি কোনটি? – ষট+আনন=ষড়ানন
৩. ‘কেরানী’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? – পর্তুগিজ
৪. ‘কি বললে, আমি পাগল_______’ শূন্যস্থানে বসবে? – বিস্ময় চিহ্ন
৫. ‘আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান’ – ‘আজকে’ শব্দটির কারক ও বিভক্তি কোনটি? – অধিকরণে ২য়া
৬. ‘অসুখ’ কোন সমাস? – বহুব্রীহি
৭. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রবচনটি বোঝায়? – বুড়োর ভীমরতি
৮. পুত্রের নিকট মাতার পত্রের সম্বোধন কোনটি হবে? – স্নেহাস্পদ
৯. কোন কবিতা রচনার কারনে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? – আনদন্দময়ীর আগমনে
১০. ‘সারেং বৌ’ বইটির লেখক কে? – শহীদুল্লাহ কায়সার
১১. ‘রাত ও ক্ষীণ’ শব্দ দু’টির বিকল্প শব্দঃ – বিভাবরী, শীর্ণ
১২. বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ চালু করেছিলেন- আকবর
১৩. ‘শর্বরী’ কথাটির অর্থ? – রাত
১৪. ‘পাথরে পাঁচ কিল’ বাগধারাটির অর্থ- সৌভাগ্য
১৫. None but a fool is always right.- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদঃ – কেউ না কিন্তু বোকাই ঠিক
১৬. শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? – ত্রিভুজ, প্রনয়ণ, বিমর্ষ
১৭. সাহিত্য সম্রাট হিসাবে কাকে অভিহিত করা হয়? – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৮. ‘বনফুল’ কার ছদ্মনাম? – বলাইচাঁদ মুখোপধ্যায়
১৯. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? – একটি কালো মেয়ের কথা
২০. কোন বাগধারাটির অর্থ ভিন্ন? – আদায়-কাঁচকলায়

Islami Bank Field Officer 2016
১. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উ: তুর্কী
২. ‘তামার বিষ’ বাগধারার প্রকৃত অর্থ কী? উ: অর্থের কুপ্রভাব
৩. ‘শেষের কবিতা’ কী ধরনের গ্রন্থ? উ: উপন্যাস
৪. ‘তটিনী’ এর সমার্থক শব্দ কোনটি? উ: নদী
৫. ‘লাভ করার ইচ্ছা’ এক কথায়- উ: লিপ্সা

Sonali Bank IT Officer 2016
১. ষাট বছর পূর্ণ হওয়ার উৎসবকে এককথায় বলে: হীরক জয়ন্তী
২. কোন সন্ধি বিচ্ছেদটি ভুল? দিব্+লোক=দ্যুলোক
৩. বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? তুর্কি
৪. কোন ভাষায় সাহিত্যের আভিজাত্য প্রকাশ পায়? সাধু ভাষায়
৫. ‘বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু’-বাক্যটির চিনিপাতা কোন কারক? করণ
৬. ‘ভানুমতির খেল’ প্রবচনটি বোঝায়- ভেলকিবাজি
৭. সঠিক বাক্য কোনটি? আমার কথাই প্রমাণিত হলো।
৮. অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? বিপরীত
৯. ছায়া হরিণ কার গ্রন্থ: আহসান হাবীব
১০. খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ- সিংহদ্বার
১১. ছেলে তো নয় যেন ননীর পুতুল- এখানে ‘যেন’ অব্যয়
১২. পুলিন’ শব্দের সমার্থক শব্দ কোনটি? কূল
১৩. গাছ পাথর বাগধারাটির অর্থ- হিসাব-নিকাশ
১৪. Bad workman quarrels with his tools- বাক্যটির যথাযথ বঙ্গানুবাদ: নাচতে না জানলে উঠান বাঁকা
১৫. কোন বানানটি শুদ্ধ? স্বায়ত্তশাসন
১৬. শিল্পসম্মত বাংলা গদ্যরীতির জনক হিসাবে খ্যাত সাহিত্যিকের নাম: প্রমথ চৌধুরী
১৭. মহাকবি নন- রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি? ৩৯টি
১৯. বাগধারা হিসাবে প্রয়োগ করা হয় কোন শব্দটি? চোখের বালি

Bangladesh Bank AD (General Side) 2016
১. ‘প্রাগৈতিহাসিক’ গল্পের রচয়িতা- মানিক বন্দ্যোপাধ্যায়
২. চাষাভুষার কাব্য কার রচনা? – নির্মলেন্দু গুণ
৩. নিচের কোন গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? – দোলনচাঁপা
৪. নিচের কোন বানান শুদ্ধ? – সমীচীন, বাল্মিকী
৫. ‘মিতালি’ কোন প্রকৃতির শব্দ? – যৌগিক
৬. ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসের নায়কের নাম কি? – ইমাম হোসেন
৭. ‘ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পান্থের দিকে চাইয়া রে-‘কোন ধরনের গান? – ভাওয়াইয়া
৮. ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? – বর্ধমান
৯. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন? – আনিস চৌধুরী
১০. ‘জীবন-প্রভাত’ কোন ধরনের উপন্যাস? – ঐতিহাসিক
১১. ‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’-এই বাক্যে কাননে কোন কারকে কোন বিভক্তি? – অধিকরণে ৭মী
১২. ‘কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর’-এই অমর পঙক্তির রচয়িতা- শেখ ফজলল করিম
১৩. অনূদিত গ্রন্থ ‘নি:সঙ্গতার একশ বছর’-এর মূল লেখক- গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
১৪. ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’-কার লেখা বই? – যতীন সরকার
১৫. ম্যাক্সিম গোর্কির ‘মা’ কোন ভাষায় রচিত? – রুশ

[সংগৃহীত]

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.